Wednesday, April 3, 2019

CSS --- ফন্ট ভেরিয়েন্ট


যদি কোন ওয়েব পেজে বিশেষ কোন শিরোনাম এমনভাবে প্রদর্শনের প্রয়োজন পড়ে, যেখানে স্বাভাবিকভাবে লেখা টেক্সট সমূহের সবগুলো অক্ষর বড় হাতের হবে কিন্তু যেস্থানে ছোট হাতের অক্ষর হওয়ার কথা সেই স্থানের বড় হাতের অক্ষরগুলোর ফন্ট সাইজ তুলনামূলক স্বাভাবিক ফন্ট সাইজের চেয়ে ছোট হবে, এক্ষেত্রে ফন্ট ভেরিয়েন্ট  ব্যবহার করা হয়।This Is an Example Of Variant Text  লেখাটির ভারিয়েন্ট স্টাইল তৈরির জন্য Declaration  করতে হবে font-variant: small-caps; ।

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title> 
<style>
body{background:#090}
#variant{ font-variant: small-caps; color:#C00;}
</style> 

</head>
<body >
<h2>This is an example of normal h2 text .</h2>
<h2 id="variant">This Is an Example Of h2 Variant Text .</h2>
</body></html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।


Previous Post
Next Post

post written by:

0 comments: