Wednesday, April 3, 2019

CSS -- ফন্ট ওয়েট (font-weight)



কোন ওয়েব পেজে ব্যবহৃত টেক্সট সমূহ কতটা মোটা হবে বা চিকন হবে তা নির্ধারণ করার জন্য ফন্ট ওয়েট ব্যবহার করা হয়। বোল্ড টেক্সট তৈরির জন্য Declaration  করতে হবে font-weight:bold; । টেক্সট সমূহ কতটা মোটা হবে তা নির্ধারণের জন্য সংখ্যা ব্যবহার করা যেতে পারে, যেমন font-weight:900; অথবা font-weight:800; । এছাড়া ফন্ট ওয়েট স্টাইল হিসেবে font-weight:lighter; এবং font-weight:bolder; ব্যবহার করা হয়।


অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title> 
<style>
body{background:#090}
#normal{font-weight:normal;}
#bold{font-weight:bold;}
#lighter{font-weight:lighter;}
#ni{font-weight:900;}
</style> 

</head>
<body >
<p id="normal"> This is an example of normal p text . </p>
<p id="bold"> This is an example of bold p text . </p>
<p id="lighter"> This is an example of lighter p text . </p>
<p id="ni"> This is an example of 900 p text . </p>
</body></html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।

Previous Post
Next Post

post written by:

0 comments: