Tuesday, March 26, 2019

HTML টিউটোরিয়াল পর্ব--- ১১ ____হেডিং ট্যাগ ও ব্যবহার



যা জানবো...

এইচটিএমএল এ হেডিং ট্যাগ একটি গুরুত্বপূর্ণ ট্যাগ । সাধারনত এর মাধ্যমে কোন প্যারাগ্রাফের শিরোনাম লেখা হয়। এ অধ্যায়ে আমরা হেডিং এর কোডিং পদ্ধতি সম্পর্কে জানবো।


হেডিং

HTML এর মাধ্যমে কোন ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিরোনাম লেখার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। HTML এ মোট ছয় ধরণের হেডিং ট্যাগ রয়েছে এগুলো হল <h1> </h1> , <h2> </h2> , <h3> </h3> , <h4> </h4> , <h5> </h5> এবং <h6> </h6>  । যদি বড় সাইজের অক্ষরে শিরোনাম লেখার প্রয়োজন হয় তাহলে <h1> </h1> ট্যাগের মাঝে লেখা হয়। এবং অন্যান্য গুলো ব্যবহার করলে লেখার সাইজ আস্তে আস্তে ছোট হবে।

 

 

উদাহরণ প্রোগ্রাম

<html>
<head>
<title> www.tutohost.com</title>
</head>
<body bgcolor=" green">
<h1>This is an example of heading 1</h1>
<h2>This is an example of heading 2</h2>
<h3>This is an example of heading 3</h3>
<h4>This is an example of heading 4</h4>
<h5>This is an example of heading 5</h5>
<h6>This is an example of heading 6</h6>
</body>
</html>

একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে পাশে প্রদর্শিত ছবির মত দেখাবে।


Previous Post
Next Post

post written by:

0 comments: