Tuesday, March 26, 2019

HTML টিউটোরিয়াল পর্ব-- ১২ ___HTML প্যারাগ্রাফ কি...?





যা জানবো...

প্যারাগ্রাফ ট্যাগটি সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের ভেতরেই টেক্সটগুলো বিভিন্নভাবে প্রকাশিত হয়। এখানে প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে উদাহরণসহ বিস্তারিত বিবরণ দেওয়া হবে।



প্যারাগ্রাফ

যে কোন ডকুমেন্ট এক বা একাধিক প্যারাগ্রাফের মাধ্যমে লেখা হয়। HTML এ প্যারাগ্রাফ তৈরির   জন্য <p> বা প্যরাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। যেমন <p>This is a paragraph.</p>। ব্রাউজারের মাধ্যমে প্রতিটা প্যারাগ্রাফ প্রদর্শন করা হলে প্রতিটা প্যারাগ্রাফের পর একটা করে লাইন ব্রেক তৈরি হয়। যদি কখনো প্যারাগ্রাফের মধ্যেই লাইন ব্রেকের প্রয়োজন হয় তাহলে লাইনের শেষে <br /> ট্যাগ ব্যবহার করা হয়।  

উদাহরণ প্রোগ্রাম

<html>
<head>
<title> www.tutohost.com</title>
</head>
<body bgcolor=" green">
<p>This is a paragraph.</p>
<p>
This is a paragraph.
This is a paragraph.
This is a paragraph.
This is a paragraph.
</p>
<p>
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
</p>
</body>
</html>

একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে পাশে প্রদর্শিত ছবির মত দেখাবে।

Previous Post
Next Post

post written by:

0 comments: