Tuesday, March 26, 2019

ইন্টারনেট এর কালো জগৎ (ডার্ক ওয়েব) এ প্রবেশ শেষ পর্ব




ডার্ক ওয়েব এ কীভাবে প্রবেশ করবেন আজকে আমি বিস্তারিত দেখিয়ে দিবো আমি পর্ব – ১ যে App দুইটি ডাউনলোড করতে বলেছিলাম আশা করি সকলেই ডাউনলোড করে নিয়েছেন আর যদি না করে থাকেন প্রথম পর্ব থেকে App দুইটি ডাউনলোড করে নিবেন।





দেখুন আমি Orbot এবং Orfox ডাউনলোড করে নিয়েছি। নিচে আপনাদের দিচ্ছি ইন্টারনেট এর কালো জগৎ এর সার্চইঞ্জিন 
ডিপ সার্চ
http://xycpusearchon2mc.onion
টর্চ
http://xmh57jrzrnw6insl.onion
সাবধান আপনার আসল পরিচয় ভূল করেও প্রকাশ বা ব্যবহার করবেন না কখনো। এতে আপনার বিরুদ্ধে আইন – প্রয়োগকারী সংস্থা গুলো ব্যবস্থা নিতে পারে। আর অবশ্যই ডার্ক ওয়েবে প্রবেশের আগে আপনার আইপি এড্রেস হাইড অথবা চেঞ্জ করে নেবেন। সম্ভব হলে ম্যাক এড্রেসটাও চেঞ্জ করে নেবেন। প্রথমে Orbot এ প্রবেশ করুন।









Start এ ক্লিক করুন।





দেখুন Orbot is starting এই রকম দেখাবে।




দেখুন NOTICE: Bootstrapped 100%: Done যখন দেখাবে তার নিচের VPN Mood টা অন করে দিবেন। এখন আপনার আইপি Address Changed! এইবার আপনি Orfox এ প্রবেশ করুন এবং ডার্ক ওয়েব এর কোন ওয়েবসাইট এ যেতে চান ওই ওয়েবসাইট ঠিকানা টা দিয়ে Enter চাপুন, আমি আপনাদের দেখানোর জন্য টর্চ সার্চইঞ্জিন এ প্রবেশ করলাম দেখুন...






এখন আমি Hacker লিখে সার্চ করবো Result দেখুন।






দেখুন Hacker সম্পর্কিত যতো Websites এবং Articles আছে সব আমাদের সামনে চলে এসেছে। এখন চলুন আপনাদের কিছু ডার্ক ওয়েব এর আপডেট এবং গুরুত্বপূর্ণ লিংক দিয়ে দিচ্ছি। 

দ্য হিডেন উইকি


http://kpvz7ki2v5agwt35.onion


iPhone এর কতো কম দাম দেখুন

http://tfwdi3izigxllure.onion

ঝামেলাহীন ভাবে আমেরিকার সিটিজেনশিপ

http://xfnwyig7olypdq5r.onion

ইউ.কে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য

http://vfqnd6mieccqyiit.onionhttp://en35tuzqmn4lofbk.onion
আপাতত এই টুকুই চেষ্টা করুন, আরো লাগবে এইরকম আকর্ষনীয় সাইটের লিংক, নিচের অ্যাড্রেসে গুতা দিলেই পাবেন সব Category অনুযায়ী সুন্দর ভাবে সাজানো গুছানো আছে প্রচুর লিংক।http://torlinkbgs6aabns.onionhttp://dppmfxaacucguzpc.onion আনন্দময় হোক আপনার ডার্ক ওয়েবের পথে যাত্রা বি.দ্রঃ পোস্টটি সম্পূর্ণ শিক্ষার উদ্দেশ্যে। কোনো রূপ নীতি বিরুদ্ধ কাজের ক্ষেত্রে আমি বা Otgdeveloper  দায়ী থাকবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন .

Previous Post
Next Post

post written by:

0 comments: