Monday, March 25, 2019

HTML টিউটোরিয়াল পর্ব-৫। HTML এলিমেন্ট সম্পর্কে আলোচনা।



আজ আমরা HTML এলিমেন্ট সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আর এটি আলোচনা করতে গেলে আমাদের প্রথমে ট্যাগ সম্পর্কে ধারনা নিতে হবে। আর আমি আশাকরি বিগত পর্বগুলো দেখে আপনারা এই HTML ট্যাগ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। তাই আমি ট্যাগ সম্পর্কে আলোচনা না করে সরাসরি HTML এলিমেন্ট এর আলোচনায় চলে যাচ্ছি। আমরা জানি যে, একটা HTML ফাইলে আমরা যা কিছু লিখব না কেন সবই লিখতে হয় ট্যাগ এর মধ্যে অর্থাত একটা স্টার্টিং ও একটা ক্লোজিং ট্যাগ এর মাঝখানে লিখতে হয়। আর এই স্টার্টিং ও ক্লোজিং ট্যাগ এর মাঝে যা লিখি তাই হল সিঙ্গেল এলিমেন্ট। আবার একটা এলিমেন্ট এর মধ্যে আরো এলিমেন্ট লেখা যেতে পারে আর এটাকে বলা হবে নেস্টেড এলিমেন্ট। নিচে একটা সিঙ্গেল এলিমেন্ট ও একটা নেস্টেড এলিমেন্ট এর উদাহরণ দেওয়া হল:
সিঙ্গেল এলিমেন্ট:
নেস্টেড এলিমেন্ট:
আজকের এই পোষ্ট দেখার পর আশাকরি এলিমেন্ট সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। এভাবে আপনারা চর্চা করতে থাকুন,
Previous Post
Next Post

post written by:

0 comments: