Monday, March 25, 2019

মোবাইল বা ল্যাপটপ হ্যাক হয়েছে কি না জেনে নিন সহজেই



মোবাইল বা ল্যাপটপ হ্যাক হয়েছে কি না জেনে নিন সহজেই আজকের পোস্ট হ্যাকারদের দৌরাত্ম্যের কাছে কোনো কিছুই নিরাপদ নয়। তাদের দৌরাত্ম্যের কারণে বিভিন্ন ডিভাইস থেকে শুরু করে নামীদামি ওয়েবসাইট কিছুই বাদ যায় না। আজকাল তো যে কোনো সময় ই-মেইল বা ফোন হ্যাক হচ্ছে। এমনকি তাদের নজর থাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তার দিকেও। প্রতিরোধক ব্যবস্থা সবচেয়ে উন্নত করেও মুক্তি মিলছে না। Unlimited Web Hosting এবার আপনার স্মার্টফোন বা ল্যাপটপ বা ডেস্কটপটিকে খুব সহজেই হ্যাক হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব। মোবাইল বা ল্যাপটপ হ্যাক হয়েছে কি না জেনে নিন সহজেই আপনার স্মার্টফোনটিতে বাইরের কেউ উঁকি মারছে কি না এবার তা দেখা যাবে। ল্যাপটপ থেকে ডেটা অন্য কোথাও চলে যাচ্ছে কি না তাও বোঝা যাবে। মোবাইল বা ল্যাপটপ হ্যাক হয়েছে কি না তা নিমিষেই বোঝা যাবে। বিশেষ খাটনির প্রয়োজন নেই। একটা অ্যাপ ডাউনলোড করে নিলেই এই সমস্যা থেকে মিলবে মুক্তি। অ্যাপের নাম ‘হ্যাকড’। প্রথমেই জানিয়ে রাখা ভালো, অ্যাপটি এপিআই-এর সঙ্গে সংযুক্ত। এইচটিপিপিএস-এর নিয়ম মেনে চলে এপিআই। ফলে অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ। অ্যাপটি ডাউনলোড করা মাত্র একটি অ্যাকাউন্ট সেট করতে বলা হবে। এর মাধ্যমেই আপনার স্মার্টফোন ও ল্যাপটপে নজর রাখবে অ্যাপটি। প্রতি ১২ ঘণ্টা অন্তর অ্যাপটি নিজে থেকেই রিফ্রেশ করে দেখে নেবে আপনার ডিভাইস কেউ হ্যাক করার চেষ্টা করেছে কি না। তার মাঝে আপনি চেক করতে ভুলে গেলেও অসুবিধে নেই। নোটিফিকেশনের মাধ্যমে অ্যাপ আপনাকে চেক করার কথা মনে করিয়ে দেবে। অ্যাপটিকে আরও উন্নত ও নিরাপদ করার চেষ্টা চলছে। তবে আপনি চাইলে এখনই ‘হ্যাকড’ অ্যাপ ডাউনলোড করতে পারেন। তবে একটি শর্ত রয়েছে। সেটা হলো আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপটি উইন্ডোজ ১০ ভার্সনের হতে হবে। 

তাহলে আপ্নারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন




হ্যাকিং আমি নিজে ও জানি , অনেক গোপনীয় হ্যাকিং, অনেক সময় লেগেছে আয়ত্ত করতে , আমি শিখতে নিষেধ করবো না , কিন্তু কারো ক্ষতি করার উদ্দেশ্যে শিখবেন না।

ধন্যবাদ    

Previous Post
Next Post

post written by:

0 comments: