Sunday, March 24, 2019

সামনে আসছে রমজান মাস------ ১ জন ও কি সেহেরী তে এই আমলটি করেছেন ?






রমজান মাস প্রায় চলেই এলোঅথচ হাজারে  জন  এইআমলটি করেছেন কিনা মনে হয়নাআসলে আমরা জানিনানিতান্ত সামনের  টি রোজায় আমলটি করি। যা বড় ধরণেরএকটা নির্দেশিত সুন্নাত।
তা হলো সাহরী তে খেজুর থাকা / খেজুর খাওয়া। অনেকধরনের খাবার দাবার দিয়ে আমরাযাই সাহরী করি না কেনঅন্তত  টা খেজুর খাবেন।
দেশ  অঞ্চলভেদে সেহরিতে খাবারের ধরন ভিন্ন হয়ে থাকে।তবুও রাসুল (সা.) সেহরির সময় খেজুরকে সর্বোত্তম খাদ্যদ্রব্যবলেছেন।
সুনানে আবু দাঊদ শরীফে কয়েকটি বর্ণনায়– খেজুরকেসর্বোত্তম সেহরি বলেছেন রাসুল (সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম)। তন্মধ্যে ১ টি সহিহ হাদিস হলো –
كتاب الصوم 14 Fasting (Kitab Al-Siyam)

حَدَّثَنَا عُمَرُ بْنُ الْحَسَنِ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي الْوَزِيرِ أَبُو الْمُطَرِّفِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ نِعْمَ سَحُورُ الْمُؤْمِنِ التَّمْرُ ‏”‏


(782) Chapter: Whoever Called Sahur, “Al-Ghada” (Breakfast)(16)  باب مَنْ سَمَّى السَّحُورَ الْغَدَاءَ
Narrated Abu Hurairah: “The Prophet () as saying: How good is the believers meal of dates shortly before dawn.”

Grade   : Sahih (Al-Albani)              صحيح   (الألباني)                حكم     :
Reference           : Sunan Abi Dawud 2345
In-book reference           : Book 14, Hadith 33
English translation           : Book 13, Hadith 2338

 এজন্য সেহরির সময় দুএকটি খেজুর খেলে  সুন্নত আদায়হবে।  ছাড়া আধুনিককালের স্বাস্থ্যবিজ্ঞান মতেখেজুরেরভেতর যে শক্তি  পুষ্টিগুণ রয়েছে তা রোজাদারের জন্য অনেকবেশি শক্তিদায়ক এবং বিশেষ উপকারী। রোজায় কস্ট কমিয়ে দেবে 

Previous Post
Next Post

post written by:

0 comments: