Saturday, April 13, 2019

ঘটনা টি পড়ে দেখুন ! রূহের ক্ষুদা নিবারণ হবে,ইনশাআল্লাহ্!


বিসমিল্লাহির রাহমানির রাহীম
মালেক বিন দীনার ছিলেন ইরাকের বিখ্যাত একআলেম। একবার তিনি বিশাল এক মাহফিলেভক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বললেন, আপনার ভক্তব্য শুরু করার আগে একটি প্রশ্নের জবাব দিন।মালেক বিন দীনার প্রশ্ন করার অনুমতি দিলেন।বয়স্ক শ্রোতা বললেন প্রায় দশ বছর আগেআপনাকে মাতাল অবস্হায় পড়ে থাকতে দেখেছি।
আপনি সে অবস্হা থেকে কিভাবে
ফিরে এলেন? এবং ওয়াজ করার জন্য এখানে এলেন ?
মালেক বিন দীনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপরবললেন। ঠিক বলেছেন, আমিই সেই ব্যক্তি। শুনুন তাহলে আমারকাহিনী-
এক কদরের রাতে মদের দোকান বন্ধছিলো । দোকানীকে অনুরোধ করে এক বোতলমদ
কিনলাম বাসায় খাবো এই শর্তে। বাসায়ঢুকলাম। ঢুকেই দেখি আমার স্ত্রী নামায পড়ছে।
আমি আমারঘরে চলে গেলাম। টেবিলে বোতলটা রাখলাম।আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো। টেবিলেসাথে ধাক্কা খেলো আর মদের বোতলটি পড়েভেঙে  গেলো। অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতেলাগলো।
ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সেরাতে আর মদখাওয়া হলোনা। পরের বছর আবার লাইলাতুল ক্বদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম।বোতলটা
টেবিলে রাখলাম। হঠাৎ বোতলের দিকেতাকাতেই বুক ভেঙে কান্না এলো। তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেছে । বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখছি একবিরাট সাপ আমায় তাড়া করছে। এতো বড়ো মোটা সাপ আমি জীবনে দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত। এ সাপের সাথে আমি পারবোনা। তুমিএই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে উঠেই দেখি দাউদাউ আগুনজলছে। আর পেছনেই এগিয়ে আসছে সাপ।
বৃদ্ধেরকথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একবাগান। বাচ্চারা
খেলছে। গেটে দারোয়ান।দারোয়ান বললো, বাচ্চারা দেখতো এ লোকটিকে? একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটেএলো। তার মাঝে আমার মেয়েটাও আছে। মেয়েটাআমায় ডান হাত জড়িয়ে রেখে তার বাম হাতে সাপটাকে থাপ্পর দিলো। অমনি সাপ চলে গেলো। আমি অবাক হয়ে বললাম, মা তুমি কত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায়? মেয়ে বললো, আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমাদের ভয় পায়।
বাবাঐ সাপকে তুমি চিনতে পেরেছো? আমি বললাম না মা। আমার মেয়ে বললো বাবা ওতো তোমার নফস। নফসকে এতো বেশী খাবার দিয়েছো যে সে এমন বড় আর শক্তিশালী হয়েছে। সে তোমাকে জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে এনেছে। বললাম, পথে এক
দুর্বল বৃদ্ধ তোমাকেএখানে আসার পথ বলে দিয়েছে। সে কে? মেয়ে বললো, তাকেও
চেনোনি? সে তোমার রুহ। তাকেতো কোনদিন খেতে দাওনি। তাই না খেয়ে দুর্বলহয়ে কোনো মতে বেঁচে আছে। আমার ঘুম ভেঙে গেলো।
সেইদিন থেকে আমার রূহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি। চোখবুঝলেই নফসের সেই ভয়াল রূপ দেখতে পাই।
আরদেখি রূহকে।আহা কতো দুর্বল হাঁটতে পারে না।ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দীনার ।
তাই আসুন, নিজের নফস কে হেফাজত করি ।
নয়তো চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম।
মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফীক
দান করুন….আমীন।

লেখার ভিতর বানান এ ভুল ভ্রান্তি,,,    থাকলে   ক্ষমাসুন্দর ভাবে দেখবেন।  
প্রথমবারের মতো দেখে নিন ব্লাকহোলের ছবি



মহাবিশ্বের বিভিন্ন রহস্য নিয়ে আমাদের আগ্রহের কোন শেষ নেই। বরং যত সময় বাড়ছে, আমাদের কৌতূহল তত বাড়ছে। ব্ল্যাক হোলকে আমরা বাংলায় কৃষ্ণবিবর, কৃষ্ণগহ্বর ইত্যাদি বলে জেনে থাকি।
ব্লাক হোল মহাবিশ্বের এমন একটি বিশেষ স্থান, যেখানে খুবই অল্প জায়গায় অনেক অনেক ভর ঘনীভূত হয়ে থাকে। মহাকর্ষীয় শক্তির কোন কিছুই এর ভিতর থেকে বের হতে পারে না, এমনকি এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণ আলোও নয়! প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশি হয়ে যায় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে। একটি তারকার জীবনকাল শেষ হলে তখন সেটি ব্ল্যাক হোলে পরিণত হয়।

উপরের ছবিতে দেখতে পাওয়া ব্লাক হোল Messier 87 নামের গ্যালাক্সিতে অবস্থিত। পৃথিবীর আটটি স্থান থেকে খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ দিয়ে এর ছবি তোলা হয়েছে। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৫০০ মিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার। এর আয়তন আমাদের পুরো সৌরজগতের চেয়ে বড়। আজ ১০ এপ্রিল ২০১৯ বুধবার অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল লেটার নামে এক জার্নালে বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

Thursday, April 11, 2019

[ how to get GPA 5 ] সহজে পরীক্ষায় ভালো রেজাল্ট করুন


আমাদের শিক্ষা ব্যাবস্থতে শুধুমাত্র দেখা হয় আপনি কত নাম্বার পেয়েছেন
আপনার যোগ্যতা যাচাই করার জন্য শুধু আপনার সার্টিফিকেট দেখে আপনি কি জানেন বা না জানেন সেটা কেউ দেখবে না আর তাছাড়া আপনি অনেক কিছু জানেন তার প্রমাণ হচ্ছে সার্টিফিকেট
আপনার পাশের বাড়ি কেউ আপনাকে সোজা এক্সাম্ন নিয়ে দেখবে না আপনি কি জানেন তারা জিজ্ঞেস করবে আপনার রেজাল্ট
আপনার মার্কস ভালো তো আপনাকে প্রসংশাও ভালো আর প্রশংসা ভালো মানে মা-বাবা খুশি
তো আপনার অনুভুতির ঠিক এমন হওয়া উচিৎ যে কিভাবে আপনি এই প্রশংসা পেতে পারি
কিছু ট্রিপ্স দিচ্ছি মনে হয় কাজে লাগতে পারে


★ পুরো বইয়ের মধ্যে প্রায় ২০হাজার প্রশ্ন এর মধ্যে আপনার পরিক্ষায় আসবে মাত্র ২০টি প্রশ্ন এটার উপরে ডিপেন্ড করবে কে কত দক্ষ যদি পারেন তো ভালো না পারলে গেল
তো এই ২০টি প্রশ্ন এর উত্তর করার জন্য ২০হাজার প্রশ্ন পড়া বুদ্ধিমানের কাজ না এবং সেটা সম্ভবও না
কিন্তু ২০০ টা প্রশ্ন মুখাস্ত করা? হ্যাঁ এটা সম্ভব
এখন প্রশ্ন হল কিভাবে ২০হাজার এর মধ্য ২০০ টা ইম্পর্টেন্ট প্রশ্ন বের করব?
এটা বোঝার জন্য আপনাকে যা করতে হবে


শেষ দশ বছরের প্রশ্ন ফলোকরা বা আপনার প্রথম সাময়িক থেকে শুরু করে সকল প্রশ্ন ফলো করা তো আপনি যদি এই লাস্ট দশ বছরের প্রশ্ন ফলো করেন তাহলে ৮০% প্রশ্ন কম্ন পাবেন
আপনি হয়তো এমন কাউকে না কাউকে দেখেছেন ঠিক মতো পড়াশোনা না করেও ভাল রেজাল্ট করে
এটা হচ্ছে তাদের সিক্রেট
আপনি বলতে পারেন এটা আপনি কিভাবে জানলেন উঃ হচ্ছে আমিও তাদের মধ্যে একজন তো এই পুরাতন প্রশ্ন আয়াত করতে পারলে ৮০% প্রশ্ন পেতে পারেন
★ আপনার সাথে এটা হয়েছে কি মাত্র বাসা থেকে এটা পড়ে আসলাম এখন কিছুতেই মনে পড়ছে না আমার সাথে এটা অনেক বার হয়েছে
এটা হওয়ার প্রথম কারন হচ্ছে একটা প্রশ্ন পড়ার পর একবার না দেখে বলতে পারলে সেটাকে মনে করি মুখাস্ত হয়ে গেছে তাই অন্য প্রশ্ন পড়তে শুরুকরি আসলে অনেক সময় সেটা মুখাস্ত হয় না এর জন্য আপনাকে যেটা করতে হবে একটা প্রশ্ন মুখাস্ত করার পর আরো ২-৩ টা মুখাস্ত করে আবার ব্যাক করে আগের প্রশ্ন টা না দেখে বলার চেস্টা করা এতে আপনি আর সম্ভবনা থাকে না ভুলে যেতে এভাবে চেকাপ করবেন
তার পর একটা অধ্যায় পড়ার পর৷ সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে একটা এক্সাম দেওয়া
পরিক্ষার আগেই নিজেই বাসায় একটা ডিমো এক্সাম দিয়ে নিবেন৷
★ আবার অনেক ছাত্র/ছাত্রী পরিক্ষার সময় সিলেবাস দেখে বুঝতে পারে নি কি করবো এটা মনে করে এতো পড়া আমি কিভাবে পড়বো এটা ভাবতে ভাবতে আর পড়তে পারেনা এখন বুদ্ধিমানের কাজ হবে যতটুকু সময় আছে সেটুকুই আপনাকে পড়া
তাই আপনাকে এটকা টাইম মেইনটেন করে নিতে হবে এবং ভাবতে হবে আমাকে পারতেই হবে
আপনি নদীর মাঝে পড়ে গেছেন আপনার এখন একবার এদিক আরেকবার ওদিক এভাবে না ছুটে যে কোন একদিকে এগিয়ে যেতে হবে
কাল পড়ে নেব কাল করে নেব এই ভুত মাথা থেকে নামিয়ে নিন শুরু করুন এখনি
কাল কাল করলে আপনার কাল কোন দিন আসবে না
★ একটু ঝামেলা থেকে মুক্ত থাকুন আর নিজেকে সুস্থ রাখার চেস্টা করুন এর মধ্যে, আবার অসুস্থ হলে আবর টাইম নস্ট
আর সুস্থ থাকার জন্য কি কি করতে হবে সেটা আমরা সবাই জানি তো
একভাবে না পড়ে একটু হাটাহাটি করে পড়া এবং বেশি পরিমাণ পানি পান সহ যা যা আপনার স্বাস্থ্যর জন্য ভালো সেগুলি করবেন
★ ফেসবুক, হোয়াটসাপ, ইত্যাদি থেকে লিভ নিন

ইনশাআল্লাহ এগুলো ফলো করলে পরিক্ষার ভালোফলাফল করতে পারবেন

আসুন জেনে নেই মাহে রমজানের ২০১৯ সালে সেহেরি ও ইফতারের সময়সূচি


এবার পবিত্র রমজান মাস শুরু হবে (চাঁদ দেখা সাপেক্ষে) আগামী ৭ বা ৮ মে। ৭ মে রমজান শুরুর সময় ধরে ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছে।
সোমবার (৮ এপ্রিল) ইসলামিক
ফাউন্ডেশন থেকে মেইলে ১৪৪০
হিজরির রমজান মাসের সেহরি ও
ইফতারের এই সময়সূচি গণমাধ্যমে পাঠানো হয়েছে।


প্রিয় জনের দেওয়া দুঃখ, কষ্ট সহজে ভুলে যাওয়ার মন্ত্র। (হয়তো পড়ে নিজেকে বদলাতে পারেন)



মনে করুন আপনি যখন দশম শ্রেণিতে পড়েন বা আপনি যখন ইন্টারমিডিয়েটে পড়েন, তখন আপনার জীবনে লাল টুকটুকে একটা পরীর মতো মেয়ের সাথে রিলেশন ছিলো।
মেয়েটির সাথে আপনি নানা জায়গায় ঘোরাঘুরি করেছেন, নানান জিনিস উপহার দিয়েছেন।
তার সাথে অনেক রকম সৃতি জড়িয়ে রয়েছে, যা কোনদিন ও আপনি ভুলতে পারবেননা।
হঠাৎ একদিন প্রিয় মানুষটি আপনাকে নানা অপবাদ দিয়ে আপনার থেকে অনেক দূরে চলে গেছেন।
এখন আপনি তার সৃতি মনে করে সময়মতো গোসল করেননা, খাননা, ঘুমাননা, ঘুমালে ও সারা রাত কানে হেডফোন লাগিয়ে দুঃখের গান শুনেন আর কেদে কেদে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে ফেলেন।
আবার অনেকে ধুমপান করেন, নেশা জাতীয় পানীয় পান করেন, এই জীবন আর রাখবেন না ভেবে।
নিজেকে কি কখনো প্রশ্ন করে দেখেছেন যে, আপনি কেন একটা মেয়ের জন্য এতো পাগলামি করেন??
যে মা বাবা আপনাকে শিশুকাল থেকে এতো বড় করেছেন, তাদের এই কষ্টের ফলস্বরূপ আপনি কি দিতে পেরেছেন???
আপনি চাইলেই কি জীবন নেশা করে মৃত্যুবরণ করতে পারবেন??
পারবেন কিন্তু এর ফল হিসেবে একটা খারাপ উপহার পাবেন নিশ্চিত।
ধুর মিয়া বকবক বাদ দিয়ে কষ্ট ভুলে যাওয়ার মন্ত্রটা বলেন।
আচ্ছা ভাই বলছি ধরুন আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক করছিলেন, সেই সময়ে মেয়েটির আচার আচরণ খুবই নম্র ছিলো। এবং পাচ ওয়াক্ত সালাত আদায় করতো, কুরআন পড়তো প্রতিদিন, মাথায় সবসময় উড়না দিয়ে চুল ঢেকে রাখতো।
কিন্তু আপনার সেই প্রিয় মানুষটি এখন আর সেই আগের মতো নেই, তার সবকিছু এখন পাল্টে গেছে।
আপনি ফেসবুকে নক করলে কোন রিপ্লাই দেয়না।
ফোন করলে নিজে রিসিভ না করে অন্য কাউকে দিয়ে রিসিভ করায়, এবং মেসেজ করলে ও কোন ফিডব্যাক আসেনা।


হঠাৎ আপনি একদিন মেসেজ করলেন যে, আমি একটু তোমার সাথে ১০ মিনিট কথা বলতে চাই, কিন্তুু অপেক্ষা করতে করতে দিন কেটে যায় কোন উত্তর আসেনা।
আবার একদিন আপনি কল করে বা মেসেজ দিয়ে বললেন যে, তুমি যদি আমার সাথে পাচ – দশ মিনিট কথা না বলো আমি দুনিয়া ত্যাগ করবো ………………
এই বলে আপনি সারাদিন ফোন কলের বা মেসেজের অপেক্ষায় ছিলেন, কিন্তু দিন চলে গেলো রাত শেষ হয়ে গেলো, কোন উত্তর আসলোনা।
এবার দেখুন যে মেয়ের জন্য আপনি সারাদিন ভাবেন, রাতে ঘুমাতে গিয়ে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলেন ; সেই মেয়ের মনে আপনার জন্য কোন জায়গা নেই।
আপনি মরলেন না বাঁচলেন তাতে ঔ মেয়ের কোন যায় আসেনা।
তবুও মেয়েটিকে আপনি ভুলতে পারছেন না, এবার কি আবার মেয়েটির পেছন পেছন ঘ্যানঘ্যান শুরু করবেন???
না ভাই আর প্রয়োজন নেই।
এবার মন্ত্রটি প্রয়োগ করার পালা ……………………..
আপনার মন যেমন আপনাকে নাচায় তেমনি আপনার মনকেও আপনি সেরকম নাচাতে পারেন।
আরেকটু সহজ ভাষায় বলি, আপনার মন খারাপ থাকা, কিছু ভালো লাগেনা ;এসব কিছু মনই নিয়ন্ত্রণ করে থাকে আবার এই মনকে আপনি আপনি ব্রেইন দ্বারা নিয়ন্ত্রণ করতে পারেন।
মনে করুন আপনার প্রিয় মানুষটি আপনার সাথে এইরকম খারাপ ব্যবহার করতে পারেনা বা আপনার প্রিয় মানুষটির কাছ থেকে এরকম নিষ্ঠুর আচরণ কখনোই আশা করেননি, আপনি নিশ্চয়ই ভাবছিলেন আপনার মৃতবরন করতে চাইলে নিশ্চয়ই সে সাড়া দিবে, এবং কোনো দূর্ঘটনা ঘটার ভয়ে ব্যাকুল হয়ে উঠবে, কিন্তু সে কিছুই করলোনা।
আপনি এবার আপনার নিজের মনকে সুন্দর করে বুঝান যে, আপনার প্রিয় মানুষটি আপনার সাথে এরকমই নিষ্ঠুরতম কাজ জীবনেও করতে পারেনা, আপনি আপনার প্রিয় মানুষটির মতো দেখতে একটা (কোলন) মানুষকে নক করেছেন।
আপনার প্রিয় মানুষটি আর পৃথিবীতে বেঁচে নেই, এই ভেবে মনকে বুঝ দেন।
এবং প্রিয় মানুষটি যে, পরকালের জীবনে গিয়েছে তার জন্য আপনি পাঁচওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করুন সে যেন ওখানে সুখে শান্তিতে থাকে।
আর আপনি নিজেকে কখনো একা ভাববেননা, মনে করবেন আপনার সাথে আপনার প্রিয় মানুষটির আত্মা সবসময় আছে।
ধুর মিয়া কি সব আত্মা মাত্যা বলেন, এসব শুনে তো আর আর্টিকেল টা পড়তেই ইচ্ছে করতেছে না ; আচ্ছা সত্যি সত্যিই যদি আপনার প্রিয় মানুষটি চিরদিনের মতো এ পৃথিবী ছেড়ে চলে যেতো, তাহলে কি করতেন???
কিছুই করার থাকতো না, হয়তো নতুন ভাবে জীবনটা সাজানোর চেষ্টা করতেন।
নয়তো তার সৃতি নিয়েই নিজে হাসতেন, এবং সুখের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট , প্রতিটা দিনের সৃতি ভেবে ;চেষ্টা করতেন তাইতো।
এসব কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি পুরোপুরি নিশ্চিত আপনি আর কখনো নেশায় বা খারাপ কাজে লিপ্ত হতে পারবেননা।
ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।


By ____ STEFEN SKY

skype app থেকে ফ্রি 400 minute সবাই পাবেন মেয়াদ 30 দিন। সল্প সময়ের অফার কেও মিস করবেন না।





আজকের বিষয়: free 400 মিনিট। হুম এই মিনিট সবাই পাবেন তার জন্য কিছু কাজ করতে হবে। এই 400 মিনিট নিতে হলে skype অ্যাপ টা লাগবে। তারপরে paypal credit card, debit card, skrill এগুলোর মধ্যে যেকোন একটাতে অ্যাকাউন্ট থাকলেই হবে। প্রথমে skype app টা download করে নিন। download করতে এইখানে ক্লিক করুন। তারপরে অ্যাপটা ওপেন করুন।


 ★★★ নিচের স্ক্রিনশট এর সাথে বাস্তব জীবনের নাম্বার এবং নামের কোনো মিল নাই,   

তারপরে, নতুন অ্যাকাউন্ট করুন।

আপনার নাম্বার বসিয়ে দিন। তারপরে স্কিনসট লক্ষ করুন।

আপনার নাম বসিয়ে দিন।

তারপরে আপনার নাম্বারে একটা পিন যাবে পিনটা বসিয়ে দিন। তারপরে অ্যাকাউন্ট হয়ে যাবে।

তারপরে,

তারপরে,

তারপরে,


তারপরে,

তারপরে,

তারপরে,

এইটা করার পরে বাংলাদেশ select করে নিন তারপরে ৪০০ মিনিট এর পেক টা select korun তারপরে একটা from আসবে সেটা পুরন করেন। বাংলাদেশ এর address diye!

তারপরে একটু নিছে আসুন,

তারপরে,

আমার paypal আছে তাই আমি paypal select করলাম।

তারপরে,

login করুন।

তারপরে,

কাজ শেষ আমাকে দিয়ে দিয়েছে।

উপরে দেখুন ৪০০ মিনিট ফ্রি দিয়েছে। এখন আমি call করব।

call দিয়েছি।

দেখুন আমার অন্য মোবাইলে call চলে আসছে। এই মিনিট গুলি কিন্তু একবার call ধরলে ১ মিনিট কাটে তাই ২০ সেকেন্ড ৩০ সেকেন্ড কথা বলবেন না। নাহলে পুরা ১ মিনিট কাটবে।

Thursday, April 4, 2019

🍎এডভান্সঃ- CSS --- পজিশন স্ট্যাটিক (position:static)


কোন একটি HTML উপাদানের পজিশন প্রোপার্টি যদি স্ট্যাটিক করে দেওয়া হয়; তাহলে তা HTML উপাদান সমূহের সাধারণ এবং স্বভাবিক পজিশন নির্দেশ করবে। এক্ষেত্রে top, bottom, left, and right প্রোপার্টি সমূহ ডিক্লারেশন করলেও এ অনুযায়ী কোন কাজ হবে না; অর্থাৎ top, bottom, left, and right প্রোপার্টি সমূহ নিস্ক্রিয় হয়ে যাবে।



অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title> 
<style>
body{background:#FFC;}
h1{color:#F06;
background:#CC9;
border:#960 1px solid;
padding:10px;
position:static;
top:30px;
leftt:5px; }
p{ margin-top:100px;
background:#FCF;
border:#F0F 1px solid;
padding:10px;
text-align:justify;}
</style>

</head>
<body >
<h1>www.tutohost.com</h1>
<p>We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement. We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement.We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement. We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement. We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement. We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement.</p>
</body></html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।

🍎এডভান্সঃ- CSS ---  অবস্থান (Positioning)


ওয়েব পেজে বিভিন্ন HTML উপাদান সমূহ কোথায় কিভাবে প্রদর্শিত হবে তা প্রকাশ করার জন্য position প্রোপার্টি ব্যবহার করা হয়। এর সাথে top, bottom, left, and right প্রোপার্টি সমূহ ব্যবহার করে কোন HTML উপাদানের প্রকৃত অবস্থান নির্ধারণ করা হয়। position প্রোপার্টির চার ধরণের মান হতে পারে। এগুলো হচ্ছে,
  • পজিশন স্ট্যাটিক (position:static)
  • পজিশন ফিক্সড (position:fixed)
  • পজিশন রিলেটিভ (position:relative)
  • পজিশন এবসলিউট (position:absolute)

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title> 
<style>
body{background:#FFC}
h1 {
color:#F09;
background:#CC9;
padding:10px;
border:#960 1px solid; }
#static{
position:static;
left:100px;
top:70px;}
#absolute{position: absolute;
left:150px;
top:100px;}
#fixed{position: fixed;
left:0px;
top:70px;}
#relative{position: relative;
left:150px;
top:100px;}
p{background:#FCF;
padding:10px;
border:#F09 1px solid;}
</style>

</head>
<body >
<h1 id="static">Position static</h1>
<h1 id="absolute">Position absolute</h1>
<h1 id="fixed">Position fixed</h1>
<h1 id="relative">Position relative</h1>
<p>We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement.We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement.We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement. </p>
</body></html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।

🍎এডভান্সঃ- CSS --- ভিজিবিলিটি কলাপস্(visibility:collapse)



সাধারণত কোন টেবিলের কোন সাড়ি বা কলাম কে অদৃশ্য করার জন্য ভিজিবিলিটি কলাপস্ ব্যবহার করা হয়। এজন্য Declaration করতে হয় visibility:collapse; ।এটা অনেকটা display:none এর মত কাজ করে থাকে।








অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title> 
<style>
body{background: #FFC}
table{border:1px #C00 solid;
font-size:24px;}
td{border:1px #C00 solid;
background:#F63;
color:#CFF; }
tr.col:hover{visibility:collapse;}
</style>

</head>
<body >
<table>
<tr>
<td>HTML</td>
<td>CSS</td>
<td>PHP</td>
</tr>
<tr class="col">
<td>Text</td>
<td>Audio</td>
<td>Video</td>
</tr>
</table>
<h2>Please put your mouse pointer on text/audio/video.</h2>
</body></html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।

🍎এডভান্সঃ- CSS ---- ভিজিবিলিটি হিডেন(visibility:hidden)

ডিসপ্লে নান -(display:none) এবং ভিজিবিলিটি হিডেন – (visibility:hidden;)উভই HTML উপাদানকে লুকানোর জন্য ব্যবহার করা হয়।কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। কোন HTML উপাদানের জন্য CSS এ visibility:hidden; করলে HTML উপাদানটি প্রদর্শিত হয় না ঠিকই কিন্তু HTML উপাদানটি সমপরিমান স্থান ফাঁকা রাখে। কিন্তু কোন HTML উপাদানের জন্য CSS এ display:none;করলে HTML উপাদানটি প্রদর্শিত হয় না এবং কোন ফাঁকা স্থান  তৈরি হয় না।


অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title> 
<style>
body{background:#FFC;}
#none{width:245px;
background:#C6C; }
#none:hover{display:none;}
#hidde{width:245px;
background:#F30; }
#hidde:hover{visibility:hidden;}
</style>

</head>
<body >
<div id="none"><h1>Please touch me.</h1></div> <br /><br />
<div id="hidde">
<h1>Please touch me.</h1></div>
<h2>Please touch me.</h2>
</body></html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।


কোডিং বিশ্লেষণ:

উপরের Please Touch Me. টেক্সটির উপর মাউস নিয়ে গেলে তা অদৃশ্য হয়ে যায় এবং তার নিচের টেক্সটটি উপরে উঠে আসে। কারণ এ টেক্সটিতে display:none; ব্যবহার করা হয়েছে।

মাঝের Please Touch Me. টেক্সটির উপর মাউস নিয়ে গেলে তা অদৃশ্য হয়ে যায়। কিন্তু লেখাটির সমপরিমান স্থান ফাঁকা থাকে। কারণ এ টেক্সটিতে visibility:hidden; ব্যবহার করা হয়েছে।
🍎এডভান্সঃঃ - CSS ---  ভিজিবিলিটি (visibility))



কোন উপাদানকে প্রদর্শন করা হবে কি না তা নির্দেশ করার জন্য সি এস এস এ ভিজিবিলিটি প্রোপার্টি ব্যবহার করা হয়।যেমন কোন উপাদানকে প্রদর্শন করার জন্য Declaration করতে হয় visibility:visible; । কোন উপাদানকে প্রদর্শন না করার জন্য Declaration করতে হয়, visibility:hidden; । ভিজিবিলিটি প্রোপার্টির বেশ কিছু value হতে পারে, এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,
  • ভিজিবিলিটি হিডেন – (visibility:hidden)
  • ভিজিবিলিটি ভিজিবল – (visibility:visible)
  • ভিজিবিলিটি কলাপস্ –(visibility:collapse)


অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title> 
<style>
body{background:#FFC}
#hide{width:245px;
background:#F30;
visibility:hidden; }
#show{width:245px;
background:#F30;
visibility:visible;}
</style>

</head>
<body >
<h2>Hidden Text & Visible Text.</h2>
<div id="hide">
<h1>Hidden Text.</h1></div>
<div id="show">
<h1>Visible Text.</h1></div>
</body></html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।

🍎এডভান্সঃঃ - CSS ---- ডিসপ্লে ব্লক (display:block)


সি এস এস এর মাধ্যমে HTML উপাদান সমূহকে একই কলামে প্রদর্শনের জন্য ডিসপ্লে ব্লক ব্যবহার করা হয়। এটা মূলত সবচেয়ে বেশি ব্যাবহৃত হয় ভার্টিক্যাল নেভিগেশন বারে, তথা সাইডবার নেভিগেশন বারে। HTML উপাদান সমূহকে একই কলামে প্রদর্শনের জন্য Declaration করতে হয় display:block; এর অনুরূপ।





অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title> 
<style>
body{background: #FFC}
li{display:block;
background:#C06;
color:#FFC;
padding:10px;
width:140px;
border:#600 solid 1px;}
a{color:#FCC;
font-size:24px;} 
</style>

</head>
<body >
<ul>
<li><a href="http://tutohost.com/bangla/html/" target="_blank">HTML</a></li>
<li><a href="http://tutohost.com/bangla/css/" target="_blank">CSS</a></li>
<li><a href="http://www.tutohost.com" target="_blank">PHP</a></li>
<li><a href="http://www.tutohost.com" target="_blank">Wordpress</a></li>
</ul>
</body></html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।

🍎এডভান্সঃঃ - CSS ---- ডিসপ্লে ইন লাইন - (display:inline)


সি এস এস এর মাধ্যমে HTML উপাদান সমূহকে একই লাইনে প্রদর্শনের জন্য ডিসপ্লে ইন লাইন ব্যবহার করা হয়। এটা মূলত সবচেয়ে বেশি ব্যাবহৃত হয় নেভিগেশন বারে। HTML উপাদান সমূহকে একই লাইনে প্রদর্শনের জন্য Declaration করতে হয় display:inline; এর অনুরূপ।







অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title> 
<style>
body{background: #FFC}
li{display:inline;
background:#C06;
color:#FFC;
padding:10px;}
a{color:#FCC;
font-size:24px;} 
</style>

</head>
<body >
<ul>
<li><a href="http://tutohost.com/bangla/html/" target="_blank">HTML</a></li>
<li><a href="http://tutohost.com/bangla/css/" target="_blank">CSS</a></li>
<li><a href="http://www.tutohost.com" target="_blank">PHP</a></li>
<li><a href="http://www.tutohost.com" target="_blank">Wordpress</a></li>
</ul>
</body></html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।


🍎এডভান্সঃ- CSS --- প্রদর্শণ পদ্ধতি (Display)


সি এস এস এ ডিসপ্লে প্রোপার্টি প্রকাশ করে কোন একটা উপাদান কিভাবে প্রদর্শিত হবে।ডিসপ্লে প্রোপার্টির বেশ কিছু value হতে পারে, এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাবহৃত হয়,
  • ডিসপ্লে নান -(display:none)
  • ডিসপ্লে ইন লাইন -(display:inline)
  • ডিসপ্লে ব্লক – (display:block)






ডিসপ্লে নান -(display:none)

কোন বিশেষ উপদানকে প্রদর্শন না করার জন্য ডিসপ্লে নান ব্যবহার করা হয়, এজন্য Declaration করতে হয় display:none;।

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title> 
<style>
body{background: #FFC}
#none{width:265px;
background:#F30;
padding:10px;}
#none:hover{display:none;}
</style>

</head>
<body >
<h2>www.tutohost.com</h2>
<div id="none">
<h1>Please Touch Me.</h1></div>
<h2>We are bangladeshi Hostgator hosting provider.</h2> 
</body></html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।


কোডিং বিশ্লেষণ:

উপরের উদাহরণটিতে Please Touch Me. লেখাটির উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে এটি অদৃশ্য হয়ে যায় এজন্য কোডিং এ লেখা হয়েছে #none:hover{display:none;} । অর্থাৎ none নামের div টির মাউস হোবার display:none ।